ছারপোকার কামড়ে শান্তির ঘুম হাড়াম?

চিন্তার কোন কারন নেই, এসে গেছে Dhaka Pest এর ছারপোকা এক্সপার্ট টিম। আপনার শান্তির ঘুম নিশ্চিত করতে পারে একমাত্র ঢাকা পেস্ট।

ছারপোকা দমনের সার্ভিস

ছারপোকার কামড়ে ঘুমাতে পারছেন না?

আপনার শান্তির ঘুম নিশ্চিত করতে পারে একমাত্র Dhaka Pest

৬ মাসের লিখিত গ্যারান্টি

ছারপোকা হতে সমাধান দিতে পারে একমাত্র Dhaka Pest

ছারপোকা জনীত সমস্যা থেকে স্থায়ী সমাধান দিতে পারে একমাত্র Dhaka Pest Control Service.

ছারপোকার কামড়ে অতিষ্ঠ?01778590999. Protect Health

ছারপোকার কামড়ে

ছারপোকা থেকে যেসব রোগ ছড়ায়ঃ

অ্যালার্জি

গবেষণায় দেখা গেছে, ছারপোকা কামড়ালে কারও কারও মারাত্মক ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন হয়। সেক্ষেত্রে ব্লাড প্রেসার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্বাস কষ্টও বাড়তে শুরু করে। এই ধরনের পরিস্থিতিতে ঠিক সময়ে যদি চিকিৎসা শুরু করা না হয়, তাহলে কষ্টটা মারাত্মক আকার ধারণ করে। তাই যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা অতিরিক্ত সাবধান থাকুন।

সংক্রমণ

খয়েরি রঙের এই ছোট্ট পোকাটির কারণে মারাত্মক ধরনের সংক্রমণ হতে পারে। আসলে ছারপোকা কামড়ানোর পর ক্ষত স্থান মারাত্মক চুলকাতে শুরু করে। ফলে চুলকাতে চুলকাতে যদি একবার কেটে যায়, তাহলে সে জায়গা দিয়ে একাধিক ক্ষতিকর জীবাণু শরীরে প্রবেশ করার সুযোগ পেয়ে যায়। আর এমনটা হওয়া মাত্র শরীরের অন্দরে সংক্রমণ মাথা চাড়া দিয়ে ওঠে।

শ্বাসকষ্ট

ঘরের যে জায়গায় ছারপোকারা বাসা বাঁধে, সেখানকার হাওয়া-বাতাসে এত বিষ ছড়িয়ে যায় যে তা যদি একবার শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে যায় তাহলেই বিপদ! এ ক্ষেত্রে মারাত্মকভাবে শ্বাসকষ্ট হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। চিকিৎসকদের মতে, যারা অ্যাজমা রোগে ভুগছেন, তাদের আশেপাশে যদি এমন পোকাদের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে রোগের প্রকোপ আরও বেড়ে যায়।

একাকিত্ব

সবারই মনে ছারপোকাদের নিয়ে একটা ভয় রয়েছে। কেউই এমন বাড়িতে যেতে চান না যেখানে ছারপোকার রাজত্ব রয়েছে। এজন্য এসব বাড়ির বাসিন্দারা একাকিত্বে ভোগেন, যা ধীরে ধীরে তাদের শরীর এবং মনের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।

ইনসোমনিয়া

সারা রাত ছারপোকার কামড় খেলে ঘুম আসবে কীভাবে? তাই তো ছাড় পোকাদের থেকে দূরে থাকাটা একান্ত প্রয়োজন। না হলে প্রথমে ঘুম ছুটবে। তারপর তার লেজুড় হয়ে একাধিক রোগ শরীরে এসে বাসা বাঁধবে। কারণ পর্যাপ্ত ঘুম না হলে শরীর ভাঙতে শুরু করে। সেই সঙ্গে প্রায় প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের কর্মক্ষমতা কমতে শুরু করবে।

অ্যানিমিয়া

একাধিক গবেষণায় দেখা গেছে, যারা দীর্ঘদিন ধরে ছারপোকার কামড় খেয়ে আসছেন তাদের শরীরে লহিত রক্ত কণিকার মাত্রা কমতে শুরু করে। ফলে রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। আসলে বেড বাগের মূল খাবারই হল রক্ত। এবার ভাবুন এক সঙ্গে লক্ষাধিক ছাড় পোকা আপনার শরীরের নানা অংশ থেকে লিটার লিটার রক্ত খেয়ে চলেছে। এমনটা হওয়ার পর শরীরে রক্ত বাঁচবে?

মানসিক চাপ ও উদ্বেগ বাড়ে

বেশ কিছু কেস স্টাডি অনুসারে, ছারপোকার প্রতিনিয়ত আক্রমণের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে। সেই সঙ্গে শরীরের অন্দরে বেশ কিছু পরিবর্তন হওয়ার কারণে মানসিক চাপ এবং উদ্বেগের মাত্রা বাড়ে। তাই আকারে ছোট এই পোকাটি থেকে সাবধানে থাকুন।

Dhaka Pest- ছারপোকা দমনের সার্ভিসঃ

আমাদের রয়েছে একদল ছারপোকা দমন  এক্সপার্ট টীম। ছারপোকার উৎপত্তি স্থল মূলত বিছানা। তাই বিছানায় স্পেশাল পেস্টিসাইড ট্রীট্মেন্ট করা হলেও সম্পুর্ন এড়িয়া অন্তর্ভুক করা হয়।

ছারপোকা মুক্ত বিছানায় একটানা শান্তির ঘুম পেতে আজই ডাকুন ঢাকা পেস্টকে।

ছারপোকা দমনে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান- Dhaka Pest Control:

ছারপোকা কতটা যন্ত্রণাময় তা শুধু মাত্র ভুক্তভোগীরা জানেন। শান্তির ঘুম হারাম করার জন্য একটি ছারপোকা যথেষ্ট। মূলত বিছানা, বালিশ, সোফা এইসকল জিনিসে ছারপোকার উপদ্রব অনেক বেশি হয়ে থাকে। একবার ঘরে ছারপোকা ঢুকে পড়লে তা দূর করা বেশ কঠিন। দীর্ঘদিন যদি কেউ ছারপোকার কামড় খেতে থাকেন, তাহলে একাধিক জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

একমাত্র ঢাকা পেস্টই আপনাকে দিতে পারেঃ

ছারপোকা মুক্ত বিছানা, আরামের ঘুম একটানা।

Call Now: 01778590999 (phone calls or whats app)

ছারপোকার কামড় খেয়ে হাসপাতালে ৮ পাকিস্তানি ক্রিকেটার!

শুধু বাংলাদেশেই নয়, ছারপোকা নামক যন্ত্রণা অন্য দেশেও আছে।পাকিস্তানের প্রথম শ্রেণীর টুর্নামেন্টের এক ম্যাচে ড্রেসিংরুমে ছারপোকার কামড় খেয়ে হাসপাতালে যেতে হল আট ক্রিকেটারকে! গল্প নয়, সত্যি।

প্রথম শ্রেণীর টুর্নামেন্টে ড্রেসিংরুম থেকে শুরু করে গ্যালারি, সবই ঝকঝকে-তকতকে থাকার কথা। কিন্তু আদতে তেমন ছিল না। ড্রেসিংরুমে ছারপোকার রাজত্ব! ছাড়পোকার আক্রমণের শিকার ইমরান ফারহাত। পাকিস্তানের জার্সি গায়ে ৪০ টেস্ট ও ৫৮ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান সোশ্যাল সাইটে জানিয়েছেন এমন অবিশ্বাস্য খবর।

কায়েদ-ই-আজম ট্রফিতে হাবিব ব্যাংক লিমিটেডের হয়ে খেলতে নেমেছিলেন। ম্যাচ চলছিল ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে। সেখানকার ড্রেসিংরুমে ছারপোকার আক্রমণের শিকার হন ইমরান ফারহাতসহ আরও সাত ক্রিকেটার। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ক্রিকেটারদের।

ইসলামাবাদের এই মাঠের দুর্দশা ভিডিও করে টুইটারে করেছেন ৩৬ বছর বয়সী এই পাকিস্তানি ব্যাটসম্যান। আক্রান্ত ক্রিকেটারদের ছবিও পোস্ট করেছেন তিনি। ফারহাত তাঁর টুইটে লেখেন,‘ছারপোকার কামড় খেয়ে মাঠ থেকে হাসপাতালে যাচ্ছি। সবাই অসুস্থবোধ করছে।’

এর আগে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠের খারাপ অবস্থা নিয়ে ভিডিও পোস্ট করেন পাকিস্তানের মিসবাহ-উল হক। টুইট করে তিনি বলেছিলেন,‘এটা কোনও গুদাম ঘর নয়। এটা একটা ক্রিকেট মাঠ। ক্রিকেটারদের এর থেকে ভাল পরিকাঠামো প্রাপ্য।’

ছারপোকার কামড়ে
ছারপোকার কামড়ে

Follow Our Facebook Page

Place An Order

 ছারপোকার সমস্যার স্থায়ী সমাধানঃ

আপনার পরিবারের সুরক্ষার কথা ভেবে ছারপোকা কামড়ে চর্ম রোগে আক্রান্ত হবার আগেই ডাকুন Dhaka Pest Control Service টীমকে।

Follow by Email
Pinterest
fb-share-icon
LinkedIn
Share
WhatsApp
FbMessenger